রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

কা*ফির-মু*শরিকদের উৎসবে শুভেচ্ছা জানানো এবং অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন

মাওলানা এম এ মোহাম্মদ উল্লাহ রিয়াদ

প্রিয় ভাই, একটু ভেবে দেখুন, মূর্তিপূজা হচ্ছে শিরক। পৃথিবীর বুকে সবচেয়ে জ*ঘন্য পাপ হলো শিরক। এই পূজোগুলো তো শিরকে পূর্ণ। একজন তাওহিদবাদী মুসলিম কী করে এধরনের শিরকি উৎসবে অংশগ্রহণ করতে পারে? আল্লাহর সাথে শিরক করা মানে তাঁকে অপমানিত করা। আপনি যদি সত্যিই আল্লাহ্ কে বিশ্বাস করেন, তাহলে কখনই আপনার সৃষ্টিকর্তার এরকম অপমান আপনি উপভোগ করতে পারেন না। মহান আল্লাহ্ বলেন, ❝নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়।❞ – (সূরা লুকমান : ১৩)

শিরকের অপরাধ আল্লাহ্ ক্ষমা করবেন না। মহান আল্লাহ্ বলেন, ❝নিশ্চয়ই আল্লাহ তাঁর সাথে শিরক করার পাপ ক্ষমা করবেন না, কিন্তু এর চেয়ে ছোট পাপ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। যে কেউ আল্লাহর সাথে শিরক করল, সে তো মহাপাপে লিপ্ত হলো।❞ – (সূরা নিসা : ৪৮)

যেখানে আপনার উচিত ছিল তাদের মূর্তিপূজার ক*লুষতা থেকে তাওহিদের দিকে আহ্বান করার, সেখানে আপনিই কিনা লিপ্ত হয়ে গেলেন মূর্তিপূজায়। তাওবা করুন। ফিরে আসুন। আল্লাহর তাওহিদকে পূর্ণরূপে আঁকড়ে ধরুন। সমস্ত শিরক ও জা*হিলিয়াতকে পরিত্যাগ করুন। আল্লাহ্ তা’আলা আমাদের সবাইকে শিরকের মতো জ*ঘন্যতম পাপ থেকে বিরত থাকার তাওফিক দান করুন, আমিন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন