সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে কুমারী পূজায় মণ্ডপে বসেছে শিক্ষার্থী ইতি আগরওয়াল

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ মন্দির ভিত্তিক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ইতি আগরওয়াল মণ্ডপে বসিয়ে জয়পুরহাটে কুমারী পূজা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় শহরের মাদারগঞ্জ দুর্গাপূজা মণ্ডপে এই পূজা হয়।

ইতি আগরওয়াল শহরের পূর্ববাজার মারোয়ারীপট্টি এলাকার অলক আগরওয়ারের কন্যা। মন্দির ভিত্তিক স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

ভক্তদের বিশ্বাস কুমারী পূজার মধ্য দিয়ে নারী শক্তি জাগ্রত হয়। এর আগে সকালে অষ্টমী ও নবমীপূজা শেষ হয়। আগামীকাল হবে দশমীপূজা।

এবার জয়পুরহাটে ২৯৩টি মন্দিরের মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন