সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ

‘তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশে ন্যায় জয়পুরহাটেও পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়।

এসময় জেলা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে রাখেন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, গণপূর্ত বিভাগের নিবাহী প্রকৌশলী আল মামুন হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মজিবুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুন সমাজকে কাজে লাগিয়ে বসতি উন্নয়ন করা প্রয়োজন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন