সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

যশোরে পালিত হলো জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস

হৃদয় হাসান (যশোর)

“জন্ম-মৃত্যু নিবন্ধন, আনবে দেশের সুশাসন” এই প্রতিপাদকে সামনে রেখে জেলা প্রশাসন যশোর এর আয়োজনে যশোর পৌরসভা এর সহযোগিতায় যশোরে পালিত হয়েছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪।

আজ ৬ অক্টোবর ২০২৪ তারিখ রোজ রবিবার সকাল ৯.৩০ ঘটিকায় উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম। জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কালেক্টরেট চত্বর থেকে শুরু করে যশোর দড়াটানা মোড় প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়।

সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, যশোর এর সভা কক্ষ ‘অমিত্রাক্ষর’ এ, জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজাহারুল ইসলাম জেলা প্রশাসক যশোর।এছাড়াও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন, যশোর, ডিপিইও, ডিইও, জেলা সমাজসেবা অফিসার, সিনিয়র তথ্য অফিসার, উপপরিচালক মহিলা বিষয়ক, ক্লিনিক মালিক সমিতি , ইউনিয়ন পরিষদ সচিব মহোদয়, সভাপতি, যশোর প্রেসক্লাবসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে বিভিন্ন ধরনের মতবিনিময় হয়। জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্যই উক্ত কাজে সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব সহকারে তাদের কাজ করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধন এর গুরুত্ব মানুষকে বোঝাতে হবে এবং তাদেরকে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে আগ্রহী করে তুলতে হবে। আপনারা সকলেই এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।

আলোচনা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অসামান্য অবদান রাখায় বেশ কয়েকজন কে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক জনাব মোঃ আজাহারুল ইসলাম।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন