সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

আখাউড়ায় বোমা বিস্ফোর ও গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতার ৩

মোঃ আলী হোসেন ভূঁইয়া আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ দেলোয়ার হোসেন, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আবুল হাসিম এর সার্বিক তত্ত্বাবধানে আখাউড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা এবং পৌরসভা এলাকায়, পুলিশের গ্রেফতারী অভিযান পরিচালনাকালে ০৫/১০/২০২৪ ইং তারিখে,আখাউড়া থানাধীন আখাউড়া পৌরসভাস্থ দূর্গাপুর এলাকা হইতে বিজ্ঞ আদালতের জিআর ১৩(০২)২০২২(মাদক) এর পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত আসামী ১। লিটন মিয়া, পিতা-মোঃ কিতাব আলী, সাং-দূর্গাপুর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

অপর অভিযানে আখাউড়া থানার মামলা নং-২৩(০৯)২০২৪, ধারা-৩৯৪ পেনাল কোড মামলার এজাহার নামীয় আসামী ২। শাওন (২৮), পিতা-গাবুদ্দিন, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া

অন্য অভিযানে আখাউড়া থানার মামলা নং-২৬) তারিখ-২৬/০৯/২০২৪,ধারা-১৪৩/৩২৩/৩০৭/৩৪৫/ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিষ্ফোরক আইনের ৩/৭ মামলার আসামী ৩। মোসলেম মিয়া (৪৩), পিতা-মৃত আঃ সোবহান, সাং-রাধানগর টিএন টি অফিস সংলগ্ন থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল হাসিম জানান, একাধিক মামলার বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন