রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

রাস্তায় কাপড় বদলাতেন?

ইউ বি টিভি ডেস্ক

জনপ্রিয় বলিউডি তারকা বিদ্যা বালান অভিনীত কয়েকটি হিট ছবির মধ্যে অন্যতম ‘কাহানি’। ছবিটির শুটিং হয়েছিল কলকাতার বিভিন্ন অলিগলিতে। ওই শুটিং করতে বিদ্যাকে বেশ বেগ পেতে হয়েছিল।জানা গেছে, ছবিটির শুটিংয়ের সময় বিদ্যা কলকাতার রাস্তায় পোশাক বদলাতেও বাধ্য হয়েছিলেন। ছবিটি নির্মাণ করেন পরিচালক সুজয় ঘোষ। নির্মাণ ক্যারিয়ারের পরিচালক হিসেবে এটিই ছিল তার প্রথম হিট ছবি।
সমপ্রতি ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নির্মাতা সুজয় বলেন, এই ছবিটি নির্মাণের সময় ভ্যানিটি ভাড়া নেওয়ার মতো সামর্থও ছিল না আমাদের। এছাড়া শুটিং থামিয়ে পোশাক বদলাতে যাওয়া ছিল অনেকটাই বিলাসিতা। এত টাইট বাজেটে কাজ করেছিলাম আমরা। তাই বাধ্য হয়েই কলকাতার রাস্তাতে পোশাক বদলাতে হতো বিদ্যাকে। তিনি আরও বলেন, যতবারই বিদ্যা পোশাক বদলেছেন, আমরা কালো কাপড় দিয়ে তার ইনোভা (গাড়ি) ঢেকে দিতাম। এভাবেই গাড়ির ভিতরে পোশাক বদলাতেন তিনি। তবে বিদ্যার মতো প্রতিষ্ঠিত নায়িকার কাছে এভাবে পোশাক বদলানোর সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবুও তিনি মানিয়ে নিয়ে কাজটা শেষ করেন।
জানা গেছে, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ ছবিটি যেনো সুজয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ৮০ কোটি রুপিতে নির্মিত ছবিটি বক্সঅফিসে ১০০ কোটিরও বেশি ব্যবসা করেছে। এই নির্মাতা আগামীতে শাহরুখ খানের ছবি নিয়ে আসছেন। এতে প্রথমবার মেয়ে সুহানার সঙ্গে কাজ করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। অন্যদিকে, ‘ভুল ভুলাইয়া থ্রি’ দিয়ে ফিরছেন বিদ্যা বালান। ইতোমধ্যেই ছবিটির প্রথম ঝলক নজর কেড়েছে সবার।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন