রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধায় ইউপি সদস্যের মৃত্যু

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলায় মোস্তাক আহম্মেদ (৫০) নামের এক ইউপি সদস্যের উপর দৃর্বৃত্তদের হামলার ঘটেনা ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে এই সদস্যের । এমন দাবি তুলেছেন স্বজনরা।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন- মোস্তাক আহম্মেদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মোস্তাক আহম্মেদ খোলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও এই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মোস্তাক আহম্মেদ বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কাবিলের বাজার থেকে মোটরসাইকেল করে খোলাহাটিতে তার বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দাড়িয়াপুর কৈমারা ব্রিজের কাছে এলে দুর্বৃত্তরা তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করেছে। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তিসহ মোস্তাক আহম্মেদ গুরুতর আহত হয়। এ অবস্থায় দুজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসকরা মোস্তাক মেম্বরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নিহতের পিতা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে মোস্তাক মেম্বরকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন