রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নতুন কমিটি অনুমোদন

মো: রাজিকুল ইসলাম, ​সিংড়া (নাটোর): প্রতিনিধি

কলম মোদের হাতিয়ার, সত্য প্রকাশে আমাদের অঙ্গীকার” স্লোগানকে সামনে রেখে গঠিত সিংড়া ডিজিটাল অনলাইন প্রেস ক্লাবের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিংড়া পৌর শহরের পেট্রোবাংলা সরকারপাড়া মোড়ে অবস্থিত ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি অনুমোদন লাভ করে।

​গত ২৩ সেপ্টেম্বর ২০২৩ সালে সিংড়া উপজেলার কর্মরত অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সহযোগিতা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে অঙ্গীকারবদ্ধ হয়ে ক্লাবটি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি ক্লাবের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

​নবগঠিত এই কমিটিতে আবুল বাশার (দৈনিক আই বার্তা, দৈনিক বিজয় সকাল) সভাপতি এবং আমিনুল হক (দৈনিক বারবেলা, দৈনিক সংগ্রাম প্রতিদিন) সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
​
নবগঠিত কমিটির পরিচিতি:
সভাপতি মোঃ আবুল বাশার- দৈনিক আই বার্তা, দৈনিক বিজয় সকাল, সিনিয়র সহ-সভাপতি শ্রী শীতল কুমার সরকার- দৈনিক ঢাকা, সাধারণ সম্পাদক আমিনুল হক- দৈনিক বারবেলা, দৈনিক সংগ্রাম প্রতিদিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম- দৈনিক সরকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান- জাগো ২৪.নেট, দপ্তর সম্পাদক আজিজুল হাকিম- বাংলা প্রতিদিন, কোষাধ্যক্ষ খালেকুজ্জামান- দৈনিক দেশ প্রতিদিন, প্রচার সম্পাদক নাজমুল হোসেন- দৈনিক আজকের খবর, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলতাফ হোসেন- দৈনিক সমাচার, ধর্ম বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ- দৈনিক সংবাদ দিগন্ত, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম- বাংলা প্রতিদিন, কার্যনির্বাহী সদস্য রাজিকুল ইসলাম- উজ্জ্বল বাংলাদেশ, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম- দক্ষিণ বঙ্গ নিউজ, কার্যনির্বাহী সদস্য এস এম আশিকুজ্জামান অন্তর-সংবাদ বিচিত্রা।

নবগঠিত কমিটির নেতারা ক্লাবের প্রতিষ্ঠাতা নীতি ও আদর্শকে সমুন্নত রেখে উপজেলায় বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতা প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। ক্লাবের এই নতুন কমিটি সিংড়া উপজেলায় তথ্যপ্রযুক্তিনির্ভর সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন