মুন্সিগঞ্জ জেলার বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি সুস্থতা ও দোয়া কামনা বার্তা জানিয়েছেন শীর্ষে রাজনীতিবিদ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপি আহবায়ক সদস্য ও শহর বিএনপি যুগ্ম আহবায়ক নেতা কাজী আবু সুফিয়ান বিপ্লব ও সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র সংসদ সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়া বর্তমান জাতীয়তাবাদী দলের জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও জেলা সাবেক যুবদলের যুগ্ম আহবায়ক নেতা মোহাম্মদ জুনায়েদ ও জেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন মাহী।
জেলা বিএনপি নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক রোগমুক্তি সুস্থতা ও দোয়া কামনা বার্তা জানিয়ে বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে তার জন্য দোয়া প্রার্থনা করি।
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ শুক্রবার জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
