সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

মাত্র ২ ঘন্টায় শেষ দর্শনার্থীহীন ঈশ্বরদীর প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা

মোঃ জাহাঙ্গীর আলম ঈশ্বরদী পাবনা

প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় পাবনার ঈশ্বরদীতেও উদ্বোধন হয়েছে প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৫ ও প্রদর্শনী মেলা।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ঈশ্বরদী পৌর শহরের ডাকবাংলো চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উদ্বোধন হওয়ার কথা থাকলেও দেড় ঘন্টা বিলম্বে বেলা সাড়ে ১১ টায় শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে আলোচনা সভার মধ্য দিয়ে মাত্র ২ ঘন্টায় সমাপ্ত করা হয় দিনব্যাপী এ প্রাণি সম্পদ প্রদর্শনী মেলার। এ সময় অতিথিবৃন্দ ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিক ব্যতীত মেলায় বাইরের কোন দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
স্থানীয় সাধারণ মানুষ ও সুশীল সমাজের একাধিক নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই তড়িঘড়ি করে এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারন মানুষ মেলা সম্পর্কে না জানলে সেখানে যাবে কিভাবে। শুধুমাত্র সরকারি প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা করতে লোক দেখানো এ মেলার আয়োজন করা হয়েছে। এমন আয়োজনে জনগণ কোনোভাবে উপকৃত হয় কিনা সন্দেহ আছে।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বলেন, মাত্র কয়েকদিনের প্রস্তুতিতে এ মেলার আয়োজন করা হয়েছে। এত অল্প সময়ে যথাযথ ভাবে প্রচারণা করা সম্ভব হয়নি। এজন্য মেলায় দর্শনার্থী আসেনি। ফলে দিনব্যাপী হওয়ার কথা থাকলেও দুপুরের আগেই মেলা সমাপ্ত ঘোষনা করা হয়েছে। যেহেতু এটি সপ্তাহব্যাপী কর্মসূচি, তাই আগামীকাল থেকে আমরা মাঠ পর্যায়ে কাজ করবো। যারা মেলায় অংশগ্রহণ করেছিলো আগামী ০২ ডিসেম্বর তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন