রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

খুলনা ফুলবাড়ি গেইট সংলগ্নের রেল লাইনের দু পাশের রাস্তার বেহাল দশা

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

ফুলবাড়ি গেইট রেল লাইন সড়ক থেকে শুরু কিছু দুর পর্যন্ত ভাঙা রাস্তার কারণে ভোগান্তিতে পড়েছেন চলাচলকারী মানুষ ও যানবাহন। রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে চলাচলে সমস্যা হচ্ছে। গাড়ী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশে ইট থাকলেও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সেখানে দেখা গেছে, রেল লাইন সিলপার উপর দিয়ে গাড়ি পারাপার যাওয়াটা অনেক কষ্ট বটে, অনেক সময় চলন্ত গাড়ি ইঞ্জিল বন্ধ হয়ে যায়। এ পর্যন্ত এই রাস্তায় প্রতিদিন হাজার হাজার যানবাহনের চলাচল। এ রাস্তাটি দিয়ে যশোর, রাজশাহী, ঢাকা বিভিন্ন অঞ্চলে যাতায়াত করা হয়। রাস্তার ১০০গজ অংশই ভাঙ্গায় পরিণত। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

রাস্তায় চলাচলকারী নাম না জানা একজন ব্যক্তি জানান, এমন কিছু অংশ বেহাল রাস্তা পুরো খুলনা জেলায় নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর দুরান্তের বড় বড় যানবাহন গুলোর। কারণ তাদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে।

ওই রাস্তায় চলাচলকারী মাদ্রাসার শিক্ষার্থী মোঃ সালমান খান নাহিদ বলে, ‘রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। এ কারণে ফুলবাড়ী গেট রেল লাইন দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।’

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন