রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

মুশির শততম টেস্ট

ইউ বি টিভি ডেস্ক

মুশির শততম টেস্ট ম্যাচের আগে আপনাদের যা যা জানা দরকার।
➡️ ১ম টেস্ট, বিপক্ষ ইংল্যান্ড ২০০৫
➡️ ১ম টেস্ট ফিফটি, বিপক্ষ শ্রীলংকা ২০০৭(ক্যারিয়ারের ৩য় টেস্ট ম্যাচ)
➡️ ১ম টেস্ট সেঞ্চুরি, বিপক্ষ ভারত ২০১০(ক্যারিয়ারের ১৭ তম টেস্ট ম্যাচ)
➡️ ১ম টেস্ট ডাবল সেঞ্চুরি, বিপক্ষ শ্রীলংকা ২০১৩(ক্যারিয়ারের ৩১ তম টেস্ট ম্যাচ)
➡️ ১ম ১০ ম্যাচ শেষে টেস্ট ক্যারিয়ার:
১৬.২২ গড়ে ২৯২ রান(২ ফিফটি)
➡️ ৫০ ম্যাচ শেষে টেস্ট ক্যারিয়ার:
৩১.৯৮ গড়ে ২৭৫০ রান(১৫ ফিফটি, ২ সেঞ্চুরি ও ১ ডাবল সেঞ্চুরি)
➡️ বর্তমান ক্যারিয়ার:
৯৯ ম্যাচে ৩৮.০২ গড়ে ৬৩৫১ রান(২৭ ফিফটি, ৯ সেঞ্চুরি ও ৩ ডাবল সেঞ্চুরি)
➡️ প্রিয় প্রতিপক্ষ: শ্রীলংকা
১৯ ম্যাচে ৫৫.৮২ গড়ে ১৬১৯ রান(৭ ফিফটি, ৩ সেঞ্চুরি ও ১ ডাবল সেঞ্চুরি)
বাংলাদেশের হয়ে করা কিছু টেস্ট রেকর্ড:
➡️ প্রথম ডাবল সেঞ্চুরির মালিক।
➡️ সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার।
➡️ টেস্টে সর্বোচ্চ রান করা ক্রিকেটার।
➡️ টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস।
➡️ টেস্টে সর্বোচ্চ ডাবল সেঞ্চুরি।
ওয়ার্ল্ড স্টেজে:
➡️ এমএস ধোনীর পর ২য় উইকেট কিপার যে কিনা সর্বোচ্চ টেস্ট ম্যাচে ক্যাপ্টেন্সি করেছে।
➡️ টেস্টে উইকেট কিপারদের মধ্যে ৪র্থ সর্নোচ্চ ইনিংসের মালিক(২১৯*)

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন