২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশ পেল স্মরণীয় জয়। আর এই জয়ের নেপথ্যে সবচেয়ে বেশি আলোচনায় হামজা চৌধুরী—এক মুহূর্তে মিডফিল্ডার, আবার আরেক মুহূর্তে গোলকিপারের ভূমিকায় অসাধারণ সেভ! দর্শকদের মতে, মাঠে হামজার পারফরম্যান্স অলরাউন্ডারেরও ওপরে। তবে খুশির মাঝেও ক্ষোভ রয়েছে কোচ ক্যাবরেরার সিদ্ধান্ত নিয়ে। স্টেডিয়ামে ব্ল্যাক টিকিট বিক্রি নিয়েও সমর্থকদের বিরক্তি স্পষ্ট।
