রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

চলো প্রেমে পড়ি

✍️দিলরুবা আক্তার পারভীন

চলো আমরা প্রেমে পড়ি,
নীল জলে নৌকা ভাসাই।
অসীম সীমাহীন দূরত্বে,
শুধু তুমি আমি।
আমার প্রতীক্ষা শেষ হয় না
তোমার সময়ের দড়িতে টান পড়ে না।
স্বপ্নেরা পরাজিত–
অভিমান অবহেলায়,
বাসনাগুলো নীরবতার শিকলে বন্দি।
চলো প্রেমে পড়ি —
মৌনতায় আবদ্ধ স্বপ্নগুলো
মুখরতায় মুখরিত করি।
হাত ধরো —
চলো পথের শেষ প্রান্তে
শেষ চুম্বনে শেষ আলিঙ্গন করি।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন