রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

স্বামী-স্ত্রী মনের বনিবনা না হওয়ার অন্যতম কারণ

ইউ বি টিভি ডেস্ক

দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রী মনের বনিবনা না হওয়ার অন্যতম কারণ হচ্ছে, কেউ কারো পছন্দ-অপছন্দ এবং ইচ্ছের গুরুত্ব না দেয়া। সঙ্গী যখন আপনার পছন্দের ব্যাপারে গুরুত্ব দিবে, আপনার ইচ্ছেকে প্রাধান্য দিবে, তখন তাকে ঠিক মনের মতো সঙ্গীই মনে হবে।
একইভাবে আপনি যখন সঙ্গীর পছন্দের ব্যাপারে যত্নবান হবেন, তার ইচ্ছেকে গুরুত্ব দিবেন, সেও আপনাকে তার মনের মতোই ভাবতে শুরু করবে। দাম্পত্য জীবনে সঙ্গীর পছন্দের প্রতি সম্মান এবং তার ইচ্ছের প্রতি গুরুত্ব থাকাটা খুবই জরুরী বিষয়।
খেয়াল করে দেখবেন, দাম্পত্য জীবন ঠিক তাদের কাছেই তিক্ততার হয়ে দাঁড়ায়, যারা সঙ্গীর পছন্দ -অপছন্দকে সম্মান করে না, গুরুত্ব দেয় না। সঙ্গীর চাওয়া-পাওয়ার মূল্য যার কাছে নেই, সে কখনোই মনের মতো হতে পারে না।
সঙ্গীর পছন্দকে সম্মান করা মানে, নিজের পছন্দ তার উপর চাপিয়ে না দেয়া। বরং পরস্পর যদি পরস্পরের পছন্দের প্রতি সম্মান রাখে, তবে সংসারের যাবতীয় বিষয় দু’জনের মধ্যস্থতায় সম্পন্ন হতে পারে খুব দারুণ ভাবে। যেখানে স্বামী-স্ত্রী দু’জনেই দু’জনের ব্যাপারে যত্নশীল ভূমিকা রাখতে পারে।
আপনি যখন সঙ্গীর ব্যাপারে সবসময় যত্নশীল আচরণ করবেন, ঠিক তখন তার কাছে আপনি মনের মতো সঙ্গী হতে পারবেন। ঠিক একইভাবে সেও যখন আপনার সব ব্যাপারে যত্নশীল আচরণ করবে, তখন তাকে মনের মতো সঙ্গী মনে হবে।
আসলে সঙ্গীর সাথে মনের বনিবনা ব্যাপারটা মানুষ সহজে এড়িয়ে যায় বলেই দাম্পত্য জীবন সুখের চাইতে বেশি যন্ত্রণার মনে হয়! পরস্পর পরস্পরের চাহিদা, চাওয়া-পাওয়া, পছন্দ-অপছন্দকে সম্মান না করলে সংসারে আদৌ সুখ আসতে পারবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন