সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ঈশ্বরদীতে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

মোঃ ওমরফারুক (সানি), পাবনাঃ

পাবনার ঈশ্বরদী শহরের শেরশাহ রোডস্থ দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে জনৈক মশিউর রহমান মজনুর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া আল্পনা খাতুন (৪০), তার দুই সন্তান আনুপম আহমেদ গৌরব (২৩) ও অর্ক বিশ্বাসকে (১৫) অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ছয় ঘণ্টা ধরে লুটপাট চালায় সশস্ত্র ডাকাতরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে পরিচিত আসামি শুটার আলমগীর (৪৫) পানি খাওয়ার কথা বলে আরও তিন অজ্ঞাত সহযোগীকে নিয়ে বাসায় প্রবেশ করে। প্রবেশ করেই তারা পরিবারের সদস্যদের বন্দুক ঠেকিয়ে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কার এবং চারটি স্যামসাং মোবাইল ফোন লুট করে নেয়। বিকাল থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত চলে ডাকাতদের নির্মম তাণ্ডব।

লুট শেষে তিনজন অজ্ঞাত ডাকাত বাইরে চলে গেলেও ভেতরে থেকে যায় শুটার আলমগীর। সুযোগ বুঝে আল্পনা খাতুন বাইরে থেকে দরজা আটকে দিলে আলমগীর ক্ষিপ্ত হয়ে দরজা ভাঙার চেষ্টা করে। এ সময় ছেলে গৌরব রড দিয়ে মাথায় আঘাত করলে আলমগীর গুরুতর আহত হয়ে পড়ে যায়। তার হাত থেকে ইতালির তৈরি ‘এপিটি’ ব্র্যান্ডের একটি বিদেশি পিস্তল ছিনিয়ে নিতে সক্ষম হয় গৌরব।

পরিস্থিতি বেগতিক দেখে আল্পনা দরজা খুলে চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। সেই সুযোগে শুটার আলমগীর রান্নাঘরের গ্রিল ভেঙে পালিয়ে যায়।

খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন এবং ডাকাতদের ফেলে যাওয়া নম্বরবিহীন ইয়ামাহা ভি-টু ১৬০ সিসি মোটরসাইকেল। এলাকায় এখনো চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে যায়। শুটার আলমগীর ও তার সহযোগীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।

স্থানীয়রা জানান, ভয়াবহ এ ঘটনার পর ভুক্তভোগী পরিবার আতঙ্কে থাকলেও তাদের সাহসিকতা অভূতপূর্ব। ডাকাতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন