রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

আইপিএলে দল হারাচ্ছেন তারা

ইউ বি টিভি ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ দুই নিলাম হয়েছে ভারতের বাইরে। আসন্ন আসরের নিলামও ভারতের বাইরে হতে পারে। আগামী ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হতে পারে মিনি নিলাম।
এই নিলামের আগেই ধরে রাখা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা জমা দেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১৫ নভেম্বরের মধ্যে এই তালিকা দেবে দলগুলো। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় আছেন মোহাম্মদ শামি, ভেঙ্কটেশ আইয়াদের মতো তারকা ক্রিকেটাররা।
**যেসব ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে-
সানরাইজার্স হায়দরাবাদ— মোহাম্মদ শামি।
কলকাতা নাইট রাইডার্স— ভেঙ্কেটেশ আইয়ার, অ্যানরিখ নরকিয়া।
মুম্বাই ইন্ডিয়ান্স— দীপক চাহার।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস— মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণই।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু— লিয়াম লিভিংস্টোন।
দিল্লি ক্যাপিটালস— জেইক ফ্রেজার-ম্যাকগার্ক।
রাজস্থান রয়্যালস— মাহিশ থিকশানা।
চেন্নাই সুপার কিংস— ডেভন কনওয়ে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন