সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

নতুন রূপে

সম্পাদকঃ রুবিনা শেখ

কিছু যোগাযোগ হঠাৎ থেমে যায়
আমরা ভাবি সম্পর্ক ভেঙে গেল।
আসলে তা নয়
যেখানে আমার নীরবতা জমে থাকে,
সেখানেই কারও সঙ্গে তার কথার নদী বইতে থাকে।
সব অনুভূতির উত্তর খুঁজে পাওয়া যায় না।
কিছু অনুভূতি থাকে
নিঃশব্দ দেবদারুর মতো
দেখা যায় না, তবু শেকড় ছড়িয়ে থাকে ভেতরে ভেতরে।
সূর্য ডুবলে আমরা দুঃখ পাই
কিন্তু পৃথিবীর অন্য পাশে তখন
আলোর হাহাকার লেগে যায়!
শেষ মানে শেষ নয়;
এটি কারও ভোরের দরজা।
মানুষও তেমনি
কারও জীবন অন্ধকারে ডুবিয়ে
তার নিজেরই আলো অন্য কোথাও বিলিয়ে আসে।
যে রাত আমাদের দীর্ঘ হয়,
তারই ভোর অন্য কারও জানালায় জ্বলে ওঠে।
আর আমরা শুধু শিখে নেই
অশেষ রাতের ভেতরেও
কেমন করে একটু আলো জমিয়ে
নিজেকে আবার নতুন সকাল বানাতে হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন