রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

বিপ্লবের দীপ্ত নাম: হামীদ

Lecturer Bhuyan Shahid

ঝিনাইদহের মাটিতে জেগে উঠেছে বজ্রধ্বনি,
তারুণ্যের চোখে জ্বলে মুক্তির আলোকরশ্মি।
জনতার নেতা, দৃপ্ত পদক্ষেপে হামীদ এগিয়ে যায়,
ন্যায়ের পতাকা হাতে, ঝলসে ওঠে তার স্বপ্নের আগুনের ছায়।
বঞ্চিতের কণ্ঠে সে দেয় আশার গান,
অন্ধকার ভেদ করে বলে — “জয় হোক সাধারণ!”
গণমানুষের নেতা, মাটির কাছের মন,
তার চোখে দেখা যায় বাংলার পুনর্জাগরণের স্বপন।
ঝড়ের মুখে সে দাঁড়ায়, মাথা তুলে দৃঢ়,
অবিচারের দেয়ালে আঁকে প্রতিরোধের চিত্র।
তারুণ্যের ঢেউ উঠে হামীদের আহ্বানে,
দেশপ্রেমে জ্বলে ওঠে তরুণের প্রাণে।
এই পথ কঠিন, তবু পিছিয়ে যায় না সে,
হামীদের কণ্ঠে শপথ — “বাংলা জাগবে নব ভোরে।”
ঝিনাইদহ-০৪ আজ গায় একটাই সুর,
“তারুণ্যের নেতা, তুমি আমাদের গৌরব, তুমি আমাদের নূর।”

Lecturer Bhuyan Shahid

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন