রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক সার্টিফিকেট: দক্ষতার নতুন দিগন্ত

এস এম শিমুল লেখক-সাহিত্যিক ও ফিচার কলামিস্ট

বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণই সময়ের দাবি।
বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য প্রয়োজন দক্ষতা, কারিগরি জ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা। সরকারের উদ্যোগে চালু হওয়া ন্যাশনাল স্কিল স্ট্যান্ডার্ড বেসিক (NSSB) ছয় মাস মেয়াদী সার্টিফিকেট কোর্স এখন সরকারি ও বেসরকারি সকল চাকরিতে একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা হিসেবে স্বীকৃতি পাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীসহ সকল ডিফেন্স ও বেসামরিক চাকরিতেও এই সার্টিফিকেটধারীদের দেওয়া হচ্ছে বিশেষ অগ্রাধিকার।
“দক্ষ জনশক্তি সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণে কারিগরি প্রশিক্ষণের বিকল্প নাই”—এই স্লোগানকে সামনে রেখে বৃহত্তর চলনবিলাঞ্চলের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছেন শিক্ষানুরাগী এস. এম. শিমুল। তাঁর উদ্যোগে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে তিনটি অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান:
শিমুল শান্তা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট (২৫১৬৪)
শিমুল নগর বিজ্ঞান প্রযুক্তি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (২৫৩২৭) তুলির পরশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট অব টেকনোলজি (২৬১৭৬)
কারিগরি প্রশিক্ষণে পরিবর্তন আসছে গ্রামীণ যুব সমাজে
এস. এম. শিমুল বলেন,“গ্রামীণ ও প্রান্তিক এলাকার শিক্ষার্থীরা যেন শহরে না গিয়েও আধুনিক কারিগরি শিক্ষায় দক্ষ হতে পারে, সেই লক্ষ্যে আমি এই প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছি। দক্ষতা অর্জনের মাধ্যমে একজন শিক্ষার্থী শুধু চাকরি পাবেন না, বরং উদ্যোক্তা হিসেবেও নিজেকে গড়ে তুলতে পারবেন।”
বর্তমানে জুলাই থেকে ডিসেম্বর সেশনের জন্য অনলাইনে ভর্তি চলছে। শিক্ষার্থীরা ঘরে বসেই নিবন্ধন করতে পারছেন এবং কোর্স শেষে সরকার অনুমোদিত সার্টিফিকেট পাচ্ছেন, যা সরকারি-বেসরকারি উভয় চাকরিতেই কার্যকর।
প্রশিক্ষণ ট্রেডসমূহ: কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ডাটাবেজ প্রোগ্রামিং,ইলেকট্রিক্যাল ট্রেড,হাউজ ওয়্যারিং, চাকরি নয়, দক্ষতার মাধ্যমে আত্মনির্ভরতা
প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা শুধু চাকরির জন্য নয়, ফ্রিল্যান্সিং, ছোট ব্যবসা ও নিজস্ব উদ্যোক্তা উদ্যোগেও সফল হচ্ছেন। দেশের বাইরে কর্মসংস্থানের ক্ষেত্রেও এ সার্টিফিকেট একটি বড় সুযোগ সৃষ্টি করছে।
সরকারও এখন “স্কিল ডেভেলপমেন্ট ফর এমপ্লয়মেন্ট” নীতির আওতায় এই ধরনের প্রশিক্ষণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
বার্তা সকল শিক্ষার্থীর জন্য: এখনই অনলাইনে রেজিস্ট্রেশন করুন, দক্ষতা অর্জন করে আত্মনির্ভর হয়ে উঠুন,সার্টিফিকেট অর্জনের মাধ্যমে চাকরির দৌড়ে এগিয়ে থাকুন।

এস. এম. শিমুল,
প্রতিষ্ঠাতা ও পরিচালক,
শিমুল শান্তা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট
শিমুল নগর বিজ্ঞান প্রযুক্তি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট
তুলির পরশ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট অব টেকনোলজি। ভর্তি তথ্য ও যোগাযোগ : ০১৭২৪-০৭৭১৩০

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন