কথাতেই শুরু, কথাতেই শেষ,
একটি শব্দেই কেউ মিশে যায় হৃৎপিণ্ডের রেশ।
একটি বাক্যেই গড়ে ওঠে স্নেহ,
আর একটিমাত্র বাক্যেই ভেঙে যায় সকল প্রলেপ। কথার ভেতর যত্ন, মায়া, টান,
তবুও কখনো সেগুলোই হয়ে যায় অবমান।
যে ভাষা একদিন আশ্রয় ছিল কারও,
আজ সেই ভাষাতেই দূরত্বের দাগ আঁকে ভারী কালো। মানুষ ভুলে যায়, সময়ও থেমে থাকে না,
কর্মফল কিন্তু একদিন ঠিক ফিরে আসে
আজ তুমি যেভাবে কাউকে কষ্ট দিলে,
আগামীকাল সেই কষ্টই হতে পারে প্রার্থনার নীলে। ভালোবাসা কত অদ্ভুত এক নিয়তি,
সবাই পায়, কিন্তু সবাই রাখতে পারে না সেই স্মৃতি। যার কপালে লেখা থাকে সুখের সাথ,
তার ভাগ্যে থাকে না চিরস্থায়ী প্রণয়ের রাত।
তবুও আমরা ভালোবাসি, ব্যথা জেনেও,
হাসির আড়ালে চোখের জল লুকিয়ে বেঁচে থাকি একা। কথার ভেতরেই তো জীবন আমাদের
যেখানে মায়া, আবার বিচ্ছেদও থাকে লেখা।
