কবরস্থান আমার শেষ আশ্রয়
নিস্তব্ধ এই কবরস্থান,
আমি তোমার অপেক্ষায়
ঘুমিয়ে থাকা বাগান এই বাগান ওহে আজিমপুর কবরস্থান,
পাতার ফাঁকে বাতাস আসে
মৃতদের নাম ডেকে যায় নিঃশব্দে,
এখানে কেউ কাঁদে না জোরে,
চোখের জল শুকিয়ে গেছে সময়ের বালিতে,
তবু প্রতিটি সমাধি বলে যায়,
আমিও একদিন ছিলাম পৃথিবীতে
ছিলো প্রেম ভালোবাসা প্রিয়জন
ভালোবাসায় ভরা, আজ আমি পরোকালে, তোমাদের ইহকাল,
চাঁদের আলো নেমে আসে পাথরের বুকে,
কোথায় হবে আমার মাটি ওহে আমি নাহি যানি, মৃত্যুর কোলে ঢলে পরাটাই এখন জরুরি,
ভাঙা নামের উপর ছড়ায় সাদা শোক।
কেউ ফুল রেখে যায়, কেউ শুধু নিঃশ্বাস,
কেউ মাটিতে বসে ভাবে একদিন আমিও আসব এখানে
এই কবরস্থান শেখায়,
জীবন একটুখানি ধোঁয়া,
ভালোবাসা টিকে থাকে,
যতদিন কেউ মনে রাখে কারও প্রিয় নামটা
