সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

শান্তির কোনো ঠিকানা নেই

সম্পাদকঃ রুবিনা শেখ

বিরক্তিকর এই জীবনটা, যেন এক শীতল মরুভূমি,
হাসি নেই, রোদ নেই, শুধু কষ্টের পুরোনো গুমগুমি।
পুড়তে থাকা স্মৃতিগুলো আজও ধোঁয়া হয়ে ভাসে,
না-পাওয়ার আক্ষেপটা নীরবে চোখে জল এনে হাসে।
বুকে জমে আছে হতাশার এক পাহাড়,
চিন্তার ভারে মাথা নত, তবু চলছে এই পথচার।
অনিশ্চয়তার দীর্ঘশ্বাসে ভিজে যায় রাতের বালিশ,
স্বপ্নগুলো ভাঙে, যেমন কাঁচের ঘর ভাঙে হালিশ।
জীবন এগোয়, অথচ মন পড়ে রয়ে যায় পেছনে,
নতুন দিনের ভোর আসে, কিন্তু রঙ মিশে না শেষে।
সব আছে—শ্বাস, শব্দ, পথ, গন্তব্যের মানচিত্র,
শুধু নেই শান্তি, নেই মনের কোনো নিবাসস্থল নিঃশব্দ।
কোথায় পাবো সেই আলো, যে আলোয় ভয় নেই,
যে আলোয় চোখের জল নয়, ভালোবাসা বইবে হেমন্তের হাওয়ায়?
জীবন চলছে ঠিকই, কিন্তু প্রাণটা যেন হারিয়ে যায়,
শান্তির কোনো ঠিকানা নেই—এই বুক শুধু কাঁদে, থামতে না চায়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন