রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

সুনীল ছেত্রী আউট

ইউ বি টিভি ডেস্ক

ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন ভারতীয় কোচ খালিদ জামিল। সেখানে নেই সুনীল ছেত্রীর নাম। লিস্টন কোলাসোও নেই দলে।
বাংলাদেশের বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচে অবসর ভেঙে খেলেছিলেন ছেত্রী। বাছাইয়ে সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই খেলেছিলেন ৪১ বছর বয়সী ছেত্রি।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ ও ভারতের ম্যাচটা দুই দলের জন্য নিয়মরক্ষার। দুই দলই এশিয়ার মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ‘সি’ গ্রুপে আগের চার ম্যাচে সমান ২ পয়েন্ট বাংলাদেশ ও ভারতের। ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকা দুই দল হংকং ও সিঙ্গাপুর মূল পর্বে যাওয়ার লড়াই করছে।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুতে শিষ্যদের নিয়ে অনুশীলন শুরু করবেন কোচ জামিল। ১৫ নভেম্বর ঢাকায় পা দেবে ভারতীয় ফুটবল দল। ১৮ নভেম্বর বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
ভারতের দল>>
গোলকিপার : গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার : আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রাল্টে, মুহাম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার : আশিক কুরুনিয়ান, ব্রিসন ফার্নান্দেস, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুই নিকসন, মহেশ সিং নওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড : ইরফান ইয়াদওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মোহাম্মদ সানান, রহিম আলী, বিক্রম প্রতাপ সিং।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন