তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার। তিনি বলেন, “লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করলে তরুণরা শৃঙ্খলাবদ্ধ, সুস্থ ও ইতিবাচক চেতনায় গড়ে ওঠে।”
বুধবার (০৫ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তারের সভাপতিত্বে আয়োজিত এই টুর্নামেন্টে ফাইনাল খেলায় বাঘা পৌরসভা ফুটবল দল টাইব্রেকারে ৪-২ গোলে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হয়।
খেলা শেষে জেলা প্রশাসক চ্যাম্পিয়ন ও রানার-আপ দল, ম্যান অব দ্য ম্যাচ এবং পরিচালনা ও ধারাভাষ্যকারদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। চ্যাম্পিয়ন দল পায় ৩০ হাজার টাকা এবং রানার-আপ দল পায় ২০ হাজার টাকা প্রাইজমানি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাঘা পৌর ফুটবল দলের খেলোয়াড় ইমন এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন খোকন।
দুই দলের নেতৃত্বে ছিলেন—বাঘা উপজেলা নির্বাহী অফিসার ও বাঘা পৌরসভা প্রশাসক শাম্মী আক্তার এবং মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও আড়ানী পৌর প্রশাসক সাবিহা সুলতানা ডলি, চারঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেহেরিন তাবাসসুমসহ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া সাবেক ফুটবলার, শিক্ষার্থী, ক্রীড়ামোদীসহ হাজারো দর্শকের উপস্থিতিতে খেলার মাঠ ছিল উৎসবমুখর।
রেফারির দায়িত্ব পালন করেন আবু হাসান মিলন, সুজন মাহমুদ ও ফজল মাহমুদ এবং চতুর্থ রেফারি ছিলেন হানিফ ইকবাল। ধারাভাষ্যে ছিলেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞাসহ অন্যান্যরা।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভাকে নিয়ে নক-আউট পদ্ধতিতে চলতি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গত ২২ অক্টোবর উদ্বোধনের মধ্য দিয়ে খেলা শুরু হয়।
