ময়মনসিংহে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জেসমিন আরা রুমা ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
ওসি শিবিরুল ইসলাম জানান, বিগত ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া এক মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে রুমাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
