মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারে হত্যা ও অস্ত্র মামলার আসামি গ্রেফতার

প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া

কক্সবাজার শহর থেকে দেশীয় তৈরী এলজিসহ কামরুল হাসান (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে কলাতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতার কামরুল হাসান কক্সবাজার পৌর ১২নং ওয়ার্ডের দক্ষিণ কলাতলী এলাকার হাসান আলীর পুত্র। তিনি একাধিক হত্যা ও অস্ত্র মামলার আসামি। তার তার কাছ থেকে ১ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকাও উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল কামরুল হাসানকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে একটি বিদেশী তৈরি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন