রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

ময়মনসিংহ কারাগারে উদ্‌যাপিত প্রথম ‘স্টাফ কল্যাণ দিবস

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে সোমবার (৩ নভেম্বর) মাসব্যাপী নানা আয়োজনে প্রথমবারের মতো ‘কারা স্টাফ কল্যাণ দিবস’ উদ্‌যাপন করা হয়েছে।

কারা অধিদপ্তরের উদ্যোগে অক্টোবর মাসকে ‘স্টাফ কল্যাণ মাস’ ঘোষণা করে সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালনের অংশ হিসেবে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারেও উৎসবমুখর পরিবেশে দিবসটি উদ্‌যাপিত হয়।

দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় সভা, সেমিনার, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, আন্তঃবিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মাসব্যাপী কার্যক্রম শেষে কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ স্টাফদের পুরস্কৃত করা হয়।

জেল সুপার আমিরুল ইসলাম বলেন, “কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে এমন আয়োজন কর্মীদের পরিবারে আনন্দ ও মিলনের বার্তা দেয়। এটি কর্মীদের মনোবল বৃদ্ধি ও সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করে।”

কারারক্ষী মাজাহারুল ইসলাম বলেন, “অক্টোবর মাসকে এখন আমরা উৎসবের মাস হিসেবে দেখি। এটি আমাদের সুপ্ত প্রতিভা বিকাশে এবং কর্মস্পৃহা বৃদ্ধিতে সহায়তা করে।”

ময়মনসিংহ বিভাগের কারা উপমহাপরিদর্শক (প্রিজন) তৌহিদুল ইসলাম বলেন, “স্টাফ কল্যাণ দিবসের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন