“তারুণ্যের উদ্দীপনা ও গ্রাহকের প্রতি শ্রদ্ধা নিবেদন” এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইল গোপালপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শিমলা বাজার শাখা মুখ্য আঞ্চলিক কার্যালয়, টাঙ্গাইল (উঃ)-এর উদ্যোগে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ ও গ্রাহক সম্মাননা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের বিশ্বস্ত গ্রাহকদের প্রতি সম্মান জানানো এবং তরুণ প্রজন্মের সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততা বাড়ানোই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। সোমবার (২ নভেম্বর) দুপুরে ব্যাংকের শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিমলা বাজার শাখা (উত্তর)-এর ব্যবস্থাপক ও মুখ্য কর্মকর্তা মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, টাঙ্গাইল (উত্তর) মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক খালেকুজ্জামান ইয়ামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু জাফর আহমেদ, সিমলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আজহারুল ইসলাম এবং নগদা সিমলা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশ্বস্ত গ্রাহকদের সম্মাননা জানানো। এ উপলক্ষ্যে উত্তম রেমিটেন্স গ্রহীতা হিসেবে মোসাম্মৎ রওশন আরা বেগমকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া উত্তম তরুণ উদ্যোক্তা হিসেবে একই শাখার গ্রাহক মোঃ সালাউদ্দিন খান সজীবকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। ব্যাংকের নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা এবং গ্রাহকদের দীর্ঘদিনের আস্থার প্রতি কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অনুষ্ঠানটি সার্থকভাবে সম্পন্ন হয়।
