রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

রিয়াল ছাড়ার কথা বললেন ভিনিসিয়ুস

ইউ বি টিভি ডেস্ক

৪ ম্যাচ পর রিয়াল মাদ্রিদ হারিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে। তবে এই ম্যাচ শেষে মাদ্রিদের ড্রেসিংরুমে অবশ্য উৎসবের আবহ একটুও নেই। কোচ জাবি আলনসোর সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের বিবাদ ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে যে!
ঘটনার শুরু ম্যাচের ৭২ মিনিটে। কোচ জাবি আলনসো তাকে তুলে তারই স্বদেশী রদ্রিগো গোয়েজকে নামিয়েছিলেন মাঠে। তবে তাতে ভিনি বেশ বিস্মিতই হয়েছিলেন।
যখন ম্যাচ কর্মকর্তার বোর্ডে তার জার্সি নম্বর ৭ ভেসে উঠেছিল, তখন তিনি অন্তত ৫ বার জিজ্ঞেস করেছেন ‘আমি?!’ এমনকি মাঠ ছাড়তে ছাড়তে বিরক্তির সুরে এটাও বলেছেন, ‘কোচ! কোচ!!’
তবে বিষয়টা সেখানেই শেষ হয়নি। কোচ আলনসোও তার দিকে হাত মেলাতে যাননি। লা লিগার সম্প্রচারকারী প্রতিষ্ঠান ডিএজিএনের ক্যামেরায় ধরা পড়েছে, তিনি ভিনির ওপর বিরক্ত হয়ে এটা বলছিলেন, ‘কাম অন ভিনি! ড্যাম ইট!’
ওদিকে ভিনি করে বসলেন আরেক কাণ্ড। রদ্রিগোর সঙ্গে হাত মিলিয়ে যখন মাঠ ছাড়লেন, তখন আলনসোর সহকারী সেবাস পারিইয়াকে বললেন, ‘আমি চলে গেলে যদি দলের ভালো হয়, তাহলে আমি দল ছাড়ছি।’ এরপর তিনি সোজা চলে যান ড্রেসিংরুমে।
ম্যাচ শেষের এমন পরিস্থিতি রিয়ালের ক্লাসিকো জয়ের আনন্দ মাটি করে দিয়েছে রীতিমতো। সঙ্গে বিষাদের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে ভিনি জুনিয়রের এমন উক্তি। এখন সে কথা রাগের মাথায় বলেছেন, নাকি আসলেই চলে যেতে চাইছেন, সেটাই দেখার বিষয়।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন