বিভিন্ন উৎসবে সৌন্দর্য পিয়াসী নারীদের রূপের ঝলক বাড়াতে দারুন কিছু টিপস দিয়েছেন নাহিদা আশরাফ #আন্না। তার বিভিন্ন পরামর্শ নিয়েই এই প্রতিবেদন।
#দিনের লুক …………
ত্বকের প্রস্তুতি :
ফেস ক্লিনজার দিয়ে ত্বক পরিষ্কার করে হালকা ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন লাগান।
বেজ :
লাইট ওয়েট ফাউন্ডেশন বা বিবি ক্রিম ব্যবহার করুন যাতে ত্বক থাকে প্রাকৃতিক উজ্জ্বল।
চোখ :
পিচ বা ন্যুড টোন আইশ্যাডো, পাতলা কাজল আর হালকা মাশকারা।
গাল :
কোরাল বা পিঙ্ক ব্লাশ দিয়ে গালে ফ্রেশনেস যোগ করুন।
ঠোঁট :
পিচ, পিঙ্ক বা ন্যুড লিপগ্লস সকাল থেকে বিকেলের আড্ডায় একদম পারফেক্ট।
এবার ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে হালকা সেট করুন।
#রাতের সাজ ……….
বেজ :
ফুল কাভারেজ ফাউন্ডেশন ব্যবহার করুন। হাইলাইটার দিয়ে টি – জোন, গালের হাড় ও কপালে উজ্জ্বলতা দিন।
চোখ :
গোল্ডেন বা ব্রোঞ্জ আইশ্যাডোতে স্মোকি টাচ, মোটা কাজল আর একাধিক কোট মাশকারা। ফেক ল্যাশ চাইলে আরও গ্ল্যামারাস দেখাবে।
গাল :
ব্রোঞ্জার দিয়ে হালকা কন্ট্যুর, হাইলাইটার দিয়ে শার্পনেস করুন।
ঠোঁট :
ডিপ রেড, ওয়াইন বা বেরি টোন লিপস্টিক রাতের আভিজাত্য ফুটিয়ে তুলবে।
সেটিং স্প্রে দিয়ে লুক লক করুন, লম্বা সময় উৎসব মাতাতে আর কোনো চিন্তা নেই।
এবার দিন ফাইনাল টাচ :
দিন থেকে রাত দু’টো সময়ে আলাদা মেকআপ রাখলে উৎসবের প্রতিটি মুহূর্ত হবে আরও স্মরণীয়। উৎসব শুধু প্রীতি সম্মেলনেরই নয়, এটি রূপ – সৌন্দর্যেরও এক অনন্য উদযাপন।
#নাহিদা আশরাফ আন্না : বিউটি এক্সপার্ট, নারী উদ্যোক্তা ও সাবেক চিত্রনায়িকা
এছাড়া সরাসরি টিপস নিতে, বিউটিফিকেশন কোর্স করতে এবং যেকোনো ধরনের সাজের জন্যে যোগাযোগ করুন —-
#আন্না’স মেকওভার স্কুল অব বিউটিফিকেশন
৩৭৫/১ (২য় তলা), ডি.আই.টি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯ (রামপুরা বাজার পার হয়ে পলাশবাগ মোড়, বিক্রমপুর মিষ্টির শোরুম বিল্ডিংয়ের দোতলায়)।
