শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

এয়ারপোর্ট কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্তব্ধ বিমানবন্দর কার্যক্রম

রুবিনা শেখ

 

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বিমানবন্দর এলাকাজুড়ে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও অচলাবস্থা। শনিবার দুপুর আড়াইটার দিকে গেট নম্বর ৮ এলাকার একটি আমদানিকৃত পণ্যের স্টোরেজে হঠাৎই আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের গুদাম ও পার্শ্ববর্তী স্থাপনায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ৩৬টি ইউনিট, পাশাপাশি বিমানবাহিনী ও নৌবাহিনীর বিশেষ টিম আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে বলে জানান বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও, ব্যাপক পরিমাণ পণ্যের ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখা হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত চারটি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়। এতে বিমান চলাচল ও পণ্য সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়।
প্রাথমিক ধারণা
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্গো ভিলেজের কোনো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে।
এক ফায়ার অফিসার জানান, স্টোরেজ এলাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণে সময় লেগেছে। এখানে আমদানিকৃত দাহ্য পদার্থ ছিল, যা আগুনকে আরও তীব্র করেছে।
ভবিষ্যৎ ঝুঁকি ও ব্যবস্থা
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এত বড় অগ্নিকাণ্ড দেশীয় নিরাপত্তা ব্যবস্থার বড় ঘাটতি প্রকাশ করেছে। আগুন নেভানোর পরও এলাকা ঘিরে রাখা হয়েছে যাতে পুনরায় দাহ্য পদার্থ থেকে কোনো অগ্নিস্ফুলিঙ্গ না দেখা দেয়।

এ ঘটনায় বিমানবন্দর কার্গো ব্যবস্থাপনা ও অগ্নি নিরাপত্তা নীতিমালা পুনর্মূল্যায়নের দাবি উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ঘটনার পরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
বিমান চলাচল স্বাভাবিকের পথে
সন্ধ্যার পর থেকে ধীরে ধীরে বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ক্ষতিগ্রস্ত স্টোরেজ এলাকায় প্রবেশ সাময়িকভাবে বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, আমরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছি। ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে রাখা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন