শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

জিপিএ ৫ প্রাপ্ত তালহা বড় ডাক্তার হয়ে দেশ সেবা করতে চায়

মালিকুজ্জামান কাকা

 

যশোরের সন্তান তালহা ইবনে মাসুদ ২০২৫ সালের এইচ এস সি পরীক্ষা য় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ প্লাস পেয়েছে।
সে ঢাকা বোর্ডের সরকারি মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। সে ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হয়ে দেশ সেবার পণ তার। উচ্ছসিত এই যুবক জানায় সে পিতার থেকেও বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে।
তালহা ইবনে মাসুদ যশোর শহরের ৫নং ওয়ার্ড চোরমারা দীঘির পাড়ের ডক্টর মাসুদুজ্জামানের ছোট ছেলে। তার পিতা মাদারীপুর সরকারি হাসপাতালের কনসালট্যান্ট।
তার বড় চাচা মালিকুজ্জামান কাকা সাংবাদিক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। তার সেজো চাচা এডভোকেট মারুফুজ্জামান কাঞ্চন বিএনপি নেতা।
তালহা ইবনে মাসুদের দাদা আব্দুল জলিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের সাবেক হিসাব কর্মকর্তা। তার বড় বোন সুমাইয়া বিন মাসুদ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্রী। তার চাচাতো ভাই সাবাত জামান শখ ও এবার যশোর বোর্ড থেকে এইচএস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
তালহা ইবনে মাসুদ উজ্জ্বল শিক্ষা সমাপ্ত করে দেশ সেবায় মনোনিবেশ করতে চায়। এজন্য সে যশোরবাসির কাছে দোয়া প্রার্থী।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন