শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

ইউ বি টিভি ডেস্ক

কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে ১৩ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
কোল্ড স্টোরেজ, খাদ্য প্রক্রিয়াকরণ ও রপ্তানি শিল্পের মাধ্যমে কৃষককে যুক্ত করা হবে স্থানীয় ও বৈশ্বিক বাজারের সঙ্গে। আধুনিক গুদাম ও সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে খাদ্য অপচয় কমানো হবে, কৃষক বেশি আয় করবেন এবং ভোক্তা ন্যায্য দামে খাদ্য পাবেন। যুব সমাজকে কৃষিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য যন্ত্রায়ন, ড্রোন প্রযুক্তি ও স্টার্টআপ সহায়তা দেওয়া হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন