শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

ধামইরহাটে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ আটক-৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে । ১৫ অক্টোবর বুধবার পত্নীতলা ব্যটলিয়ন (১৪ বিজিবি) ধামইরহাট সীমান্ত বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েব মোঃ এরশাদ আলীর নেতৃত্বে গোপন সংবাদ ভিত্তিতে একটি বিশেষ টহল দল উদয় শ্রী ও চকরহমত ( বাডদিঘী) এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ৩০০ শত পিস ট্যাপন্টাডল সহ ৩ জনকে আটক করে। আটক কৃত হলেন ১! আনোয়ার হোসেন( ৩০) পিতা ফারুক হোসেন ২! শ্রী শান্ত বর্মন পিতা শ্রী বিনয় চন্দ্র সাং উদয়শ্রী ৩! আতাবুল ইসলাম (৪০) পিতা মৃত্যু গোলাম মোস্তফা সাং উত্তর চকরহমত পোঃ জগদল থানা ধামইরহাট। এ ছাডাও পত্নীতলা ব্যটলিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইকবাল হোসেন জানান নওগাঁ, জয়পুরহাট সীমান্ত দিয়ে মাদক পাচার, অবৈধ্য সীমান্ত পারাপার, চোরা কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখার অংগিকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন