রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ

ইউ বি টিভি ডেস্ক

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লজ্জাজনক পরাজয়ে ডুবলো বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২০০ রানের বড় হারে হোয়াইটওয়াশ হলো টাইগাররা।

মঙ্গলবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তান আগে ব্যাট করে ৯ উইকেটে তোলে ২৯৩ রান। জবাবে ব্যাট হাতে ব্যর্থতার চরম উদাহরণ স্থাপন করে বাংলাদেশ দল। মাত্র ২৭.১ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় পুরো ইনিংস— ২০০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারায় দলটি।

ব্যাট হাতে আফগানদের পক্ষে ইবরাহিম জাদরান খেলেন ৯৫ রানের ধৈর্যশীল ইনিংস, মাত্র ৫ রানের জন্য হাতছাড়া হয় তার সেঞ্চুরি। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৪২ রান, যা এনে দেয় ৯৯ রানের শক্তিশালী উদ্বোধনী জুটি। এরপর সেদিকুল্লাহ আতালকে সঙ্গে নিয়ে জাদরান দ্বিতীয় উইকেটে যোগ করেন আরও ৭৪ রান।

বাংলাদেশের পক্ষে অফ স্পিনে সাময়িক সাফল্য এনে দেন সাইফ হাসান— তার ঘূর্ণিতে একপর্যায়ে ২৫ বলে ১৫ রানে ৪ উইকেট হারায় আফগানরা। কিন্তু শেষদিকে মোহাম্মদ নবি ঝড় তোলেন ব্যাট হাতে। ৩৭ বলে অপরাজিত ৬২ রানের ইনিংসে শেষ দুই ওভারে একাই তোলেন ৩৮ রান, যার মধ্যে হাসান মাহমুদের এক ওভারেই আসে তিনটি চার ও এক ছক্কা।

২৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। তরুণ পেসার বিলাল সামি বোলিংয়ে আগুন ঝরিয়ে তুলে নেন ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট— তার বোলিং ফিগার ৫/২৯। পরে স্পিন আক্রমণে যোগ দিয়ে রশিদ খান ৩ ওভারে নেন ৩ উইকেট।

রশিদের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান তাওহিদ হৃদয়। এরপর তার গুগলিতে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন দলের একমাত্র লড়াকু ব্যাটার সাইফ হাসান (৪৩) ও উইকেটরক্ষক নুরুল হাসান।

সাইফ হাসানের ৫৪ বলে ৪৩ রানের ইনিংসটিই ছিল দলের একমাত্র উজ্জ্বল দিক— যাতে ছিল দুইটি চার ও তিনটি ছক্কা। বাকিরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে ২৮তম ওভারের প্রথম বলেই দলীয় ৯৩ রানে গুটিয়ে যান সবাই।

এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে আফগানদের কাছে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন