রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

নারীর স্বীকৃতি ও নেতৃত্ব

রুবিনা শেখ

⃣ নারীর স্বীকৃতি ও নেতৃত্ব: খাদ্য উৎপাদনে নারীর স্বীকৃতি ও কৃষিনীতিতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করা।
২⃣ ভূমি, পানি ও সম্পদের অধিকার: নারী কৃষক ও স্থানীয় সম্প্রদায়ের জমি, পানি ও বীজ কর্পোরেট দখল থেকে মুক্ত করা।
৩⃣ টেকসই খাদ্যব্যবস্থা: কার্বননির্ভর শিল্প কৃষির পরিবর্তে জলবায়ু সহনশীল ও স্থানীয়ভিত্তিক খাদ্যব্যবস্থায় বিনিয়োগ।
৪⃣ জলবায়ু তহবিল ও ক্ষতিপূরণ: জলবায়ু ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা।
৫⃣ শ্রম ও মজুরি: নারী কৃষক ও শ্রমিকদের জীবিকা নির্বাহযোগ্য মজুরি এবং যত্নশ্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি।
৬⃣ বৈশ্বিক দায়বদ্ধতা: IMF, WB ও FAO-র ক্ষতিকর নীতি পর্যালোচনা ও Global North দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়।
৭⃣ সচেতনতা ও প্রচারণা: স্থানীয় পর্যায়ে খাদ্য ও জলবায়ু সচেতনতা, কর্মশালা, প্যাম্পলেট বিতরণ ও ফটো অ্যাকশন আয়োজন।

বক্তারা বলেন, “আমরা নারী, আমরা কৃষক, আমরা শ্রমিক, আমরা যত্নশ্রমী। খাদ্য, জমি ও পানি আমাদের মৌলিক অধিকার। এখনই সময় ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার।”

বাংলাদেশ কৃষক ফেডারেশন আয়োজিত এই সংযোজনায় উপস্থিত ছিলেন বিভিন্ন নারী কৃষক সংগঠন, পরিবেশ আন্দোলনের কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা সবাই এক কণ্ঠে ঘোষণা দেন — “নারীর নেতৃত্বেই সম্ভব খাদ্য সার্বভৌমত্ব, জলবায়ু ন্যায় ও সামাজিক শান্তি প্রতিষ্ঠা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন