বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নীলফামারীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা পর্যায়ে স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।  সোমবার বিকেলে ১৩ অক্টোবর শহরের নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের সহযোগীতায় এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় ফুটবলে বালিকা পর্যায়ে নীলফামারী সদরের কাঞ্চনপাড়া ফারুক আহমেদ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও বালক পর্যায়ে সৈয়দপুরের ল²নপুর স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে ট্রপি, সনদ পত্র, মেডেল ও সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার এ এফ এম তারিফ হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম এ সময় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান জানান, ফুটবল, কাবাডি, সাঁতার, হ্যান্ডবল ও দাবা প্রতিযোগীতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা অংশ নেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন