শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সৌদি আরবে মরুভূমি থেকে প্রবাসী বাংলাদেশির লা*শ উদ্ধার

মো: সেলিম রানা

সৌদি আরবের আল কাসিম অঞ্চলের একটি মরুভূমি এলাকা থেকে শিবচর, মাদারীপুরের প্রবাসী সবুজের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরুভূমির নির্জন এলাকায় পাথরের নিচে চাপা দেওয়া অবস্থায় সবুজের লা*শটি উদ্ধার করা হয়।

সবুজ কয়েকদিন আগে আল কাসিম এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। পরবর্তীতে স্থানীয় প্রবাসীরা বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ অনুসন্ধান চালিয়ে মরুভূমি থেকে তার মরদেহ উদ্ধার করে।

মরদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে অপমৃত্যু না হয়ে হত্যার সন্দেহ করছে পুলিশ।

👉 উল্লেখ্য, সৌদি আরবে কর্মরত হাজারো বাংলাদেশি প্রবাসী প্রতিদিন কঠিন পরিবেশে পরিশ্রম করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। এমন মর্মান্তিক ঘটনায় প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন