চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও মানবতার মুক্তি নিশ্চিত করতে দাড়িপাল্লার বিজয় অপরিহার্য। আগামী জাতীয় নির্বাচনে আলেম-ওলামা, ইমাম ও খতিবদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব নিয়ে মাঠে নামতে হবে। জনগণের সামনে সত্যের পক্ষে ও ন্যায়ের প্রতীক দাড়িপাল্লাকে তুলে ধরতে হবে।”
১২ অক্টোবর বিকেলে ২৪ নং আগ্রাবাদ ওয়ার্ডের উলামা বিভাগের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ হেলালী আরও বলেন, “দীর্ঘদিন ধরে দেশে অন্যায়, দুর্নীতি ও বৈষম্য সমাজকে গ্রাস করেছে। জনগণ আজ ন্যায় ও সত্যের নেতৃত্ব চায়। ইসলামী মূল্যবোধে গড়ে ওঠা সমাজই পারে শান্তি ও উন্নয়ন ফিরিয়ে আনতে। এজন্য মসজিদভিত্তিক সমাজ আন্দোলনের মাধ্যমে ইমাম ও খতিবদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
তিনি বলেন, “দাড়িপাল্লার বিজয় মানে ন্যায়ের বিজয়, সততার বিজয় এবং জনগণের মুক্তি। আমাদের লক্ষ্য এমন এক বাংলাদেশ গড়া, যেখানে মানুষ নিরাপদে থাকবে, ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং তরুণরা পাবে কর্মসংস্থানের সুযোগ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আইয়ুব আনসারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সবুজ, ডবলমুরিং থানা জামায়াতের আমীর ফারুক এ আজম, কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ইমরানুল হক ও মাকসুদুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের পরিবর্তনে ইসলামপ্রেমী আলেম ও ইমামদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি। তারা সবাইকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রামে দাড়িপাল্লার পক্ষে কাজ করার আহ্বান জানান।