মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

রাজারহাটে ৫৩ হাজার শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে রবিবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সূচনা করেন।
​এই কর্মসূচির আওতায় রাজারহাট উপজেলার ২৪টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ টি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি।
​রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের সোহরাওয়ার্দী অডিটোরিয়ামে সপ্তম শ্রেণির তিন শিক্ষার্থী— নিতি রায় সৃষ্টি, আশরাফিয়া অবনী ও দিব্য রায়কে প্রথম টিকা দানের মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: আল-ইমরান বলেন, “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সারাদেশে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।”
উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাক্তার গোলাম রসুল রাখি বলেন, “এটি দেশের ইতিহাসে প্রথম টাইফয়েড টিকাদান কর্মসূচি। রাজারহাটে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ জন শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এ টিকার আওতায় আনা হবে।” তিনি আরও জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই টিকা খুবই কার্যকর ও নিরাপদ।
​ডা. গোলাম রসূল রাখির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ডা: উম্মে কুলসুম বিউটি, ডাঃ বিলকিস বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়শা সিদ্দিকা, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক নুর ইসলাম এবং উপজেলা যুবদল আহবায়ক আব্দুল কুদ্দুস সহ অনেকে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন