মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

দাউদকান্দি উপজেলায় টাইফয়েড TVC টিকাদান ক্যাম্পেইন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

আল রোকন, রিপোর্টার কুমিল্লা

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) অংশ হিসেবে দাউদকান্দি পৌরসভার আনন্দ মাল্টিমিডিয়াম স্কুলে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের সূচনা করেন।

​এই কর্মসূচির আওতায় দাউদকান্দি উপজেলার ২৪টি কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ টি শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে প্রথম জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি।

​টাইফয়েড টিকা দানের মাধ্যমে মাসব্যাপী এই কার্যক্রমের উদ্ধোধন করা হয়। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে বলে উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার , “শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার সারাদেশে শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই ঐতিহাসিক উদ্যোগ নিয়েছে।”

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও প,প কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বলেন, “এটি দেশের ইতিহাসে প্রথম টাইফয়েড টিকাদান কর্মসূচি। দাউদকান্দি উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৫৩ হাজার ৬৬ জন শিশুকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বিনামূল্যে এ টিকার আওতায় আনা হবে।” তিনি আরও জানান, টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য এই টিকা খুবই কার্যকর ও নিরাপদ।

​ডা.হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে ছিলেন দাউদকান্দি উপজেলা এসিলেন্ট মহোদয় মোঃ রেদোয়ানুল ইসলাম দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা বৃন্দ।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন