আমরা মানুষ— ভুল আমাদের জীবনেরই অংশ। ভুল করাটা অপরাধ নয়, বরং ভুল থেকে শেখাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। তাই কেউ যদি আমার ভুল দেখে সেটা আমাকে সরাসরি জানায়, সেটাই সবচেয়ে বড় উপকার। কারণ এতে আমি নিজের ভুল সংশোধনের সুযোগ পাই, আর সেই মানুষটি গীবত বা পরনিন্দার পাপ থেকেও বেঁচে যান।
আজকের সমাজে একে অপরের ভুল নিয়ে হাসাহাসি, সমালোচনা বা পেছনে আলোচনা করা যেন ফ্যাশনে পরিণত হয়েছে। অথচ গীবত কেবল অন্যের সুনাম নষ্ট করে না, এটি নিজের আত্মাকেও কলুষিত করে। বরং আমরা যদি সাহস করে সত্য কথা মুখে বলার অভ্যাস গড়ে তুলি— আন্তরিকভাবে, সদুদ্দেশ্যে— তবেই সমাজে সত্য, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে।
সবাইয়ের ছোটখাটো ভুল থাকা অস্বাভাবিক নয়। কিন্তু হিংসা নয়, আমাদের প্রয়োজন ইতিবাচক প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা এবং উন্নতির মনোভাব। কেউ ভুল করলে তাকে তিরস্কার নয়, বরং উৎসাহ দিন— মনোবল বাড়ান, সত্য কথা বলার শক্তি দিন, সৎ পথে থাকার অনুপ্রেরণা দিন।
যুগ পরিবর্তিত হচ্ছে, চিন্তাভাবনাও হওয়া উচিত যুগোপযোগী। ন্যায়, সততা ও যুক্তিনিষ্ঠ সিদ্ধান্তের ওপর অবিচল থাকা— এটাই আজকের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও প্রয়োজন।
সত্যকে ভালোবাসুন, মানুষকে সম্মান দিন—তাহলেই গড়ে উঠবে নৈতিকতা ও মানবতার সমাজ।