রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

রামগড়ে বিলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু

জহিরুল ইসলাম রামগড় খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার রামগড়ে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে নুরুল আফছার (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়।

বুধবার (২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের সময়, রামগড় পৌরসভার ৮নং পৌর ওয়ার্ড ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল আফছার রামগড় পৌরসভার ৮নং পৌর ওয়ার্ড ফেনীরকুল (কাঠালবাড়ী) গ্রামের আবদুল কুদ্দুছের মেজো ছেলে। তাঁর পরিবারে দুই ছেলে ও এক মেয়ে।

নিহতের পরিবার থেকেই বলেন, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ধানের জমিতে গরুর ঘাস কাটতে যান। সেখানে বজ্রপাত হলে অজ্ঞান হয়ে পড়ে থাকে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন