রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

যখন নীরবতাই হয় মর্যাদার পরাকাষ্ঠা: মোহাম্মদ সোহেল

মোহাম্মদ সোহেল সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫

জীবনের জটিল বন্ধুর পথে আমরা সকলেই কম-বেশি প্রতিকূলতার সম্মুখীন হই। কখনো বিশ্বাসের আয়নায় ভঙ্গুর প্রতিবিম্ব, কখনো ভালোবাসার বিনিময়ে লাঞ্ছনার গ্লানি, কখনো আত্মসম্মানে বেধে যায় মিথ্যার কাঁটাতার। এমন মুহূর্তগুলোতে মনের গহীন থেকে জেগে ওঠে এক তীব্র প্রতিক্রিয়ার বাসনা। কিন্তু কি হবে যদি বলি, সবচেয়ে শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিক্রিয়া নিহিত রয়েছে সম্পূর্ণ নিঃশব্দতায়? মানুষ সামাজিক জীব হলেও কিছু পরিস্থিতিতে নিরবতা হয়ে ওঠে সবচেয়ে কার্যকরী ভাষা। যারা আপনার আবেগ-অনুভূতির মর্যাদা দেয় না, যারা আপনার আত্মীয়তার ডোরকে অসার প্রতিপন্ন করে, তাদের কাছে নিজেকে খণ্ডন করার কোনো প্রয়োজন নেই। এখানেই নিরবতা রূপ নেয় এক সুচতুর কৌশলে, হয়ে ওঠে জীবনবোধের গভীর দর্শন। যখন বিশ্বাসঘাতকতার কালিমা লাগে সম্পর্কের পরতে, তখন নিরব হোন। যখন অপমানের তীরবর্ষণে ক্ষত-বিক্ষত হয় আত্মা, তখন নিরব হোন। মিথ্যা দোষারোপ, জীবনের প্রতি নিষ্ঠুরতা কিংবা ভালোবাসার সাথে কৃতঘ্নতা -প্রতিটি প্রতিকূলতায় আপনার নিঃশব্দতাই হয়ে উঠুক এক অদৃশ্য প্রাচীর। এমন সুচিন্তিত নিঃশব্দতায় আত্মরক্ষা করুন, যেন সেই মানুষগুলো আর কখনো আপনার আত্মার কোনো অনুরণন খুঁজে না পায়। প্রাথমিকভাবে এই নিরবতা আপনাকে আত্মপীড়নের যন্ত্রণা দেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই নিঃশব্দতাই একসময় অপর পক্ষের বিবেকে নাড়া দেবে গভীরভাবে। কারণ কথার জবাব মানুষ ভুলে যায়, কিন্তু এক গাম্ভীর্যপূর্ণ নিঃশব্দতা তাদের আত্মাকে তাড়া করে বহুদিন। মূলত আমরা স্বীকৃতির আশায়, মর্যাদার খাতিরে শব্দের আশ্রয় নেই। কিন্তু যারা আপনার মানবিক মূল্যবোধকেই অবমূল্যায়ন করে, তারা কি আদৌ আপনার জীবনসংগীর যোগ্য? তাই এবার সময় আত্মসন্মান নিয়ে বাঁচার। নিজের অন্তরাত্মাকে ভালোবাসার। এই আত্মপ্রেমের মাধ্যমেই আপনি আবিষ্কার করবেন এক পরম সত্তার সান্নিধ্য, যিনি সকল যন্ত্রণা ও আকাঙ্ক্ষার চূড়ান্ত আধার। আপনার সমস্ত অভিমান, বেদনা, হতাশা নিঃশব্দ প্রার্থনার মাধ্যমে নিবেদন করুন সেই সৃষ্টিকর্তার চরণে। তিনিই হচ্ছেন সেই সত্তা, যিনি আপনার নীরব ব্যথাকে ওঠেন, এবং যিনি সময়মতো তার সর্বোত্তম সমাধানও প্রদান করেন। তাই আজই গ্রহণ করুন দৃঢ় প্রত্যয়-আর ফিরে তাকাবেন না পিছনের দিকে। এই অঙ্গীকারই আপনাকে মুক্তি দেবে সকল প্রাপ্তি-অপ্রাপ্তির বেড়াজাল থেকে, এবং নতুন জীবনের জন্য দেবে অফুরন্ত প্রেরণা। কারণ নিঃশব্দতার এমন এক ভাষা exists, যা কথা বলে হৃদয়ের গভীরের ভাষা বোঝে তারা, যারা আত্মার মূল্য জানে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন