রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

২ অক্টোবর সূর্যগ্রহণ হবে

ইউ বি টিভি ডেস্ক

আগামীকাল ২ অক্টোবর সূর্যগ্রহণ হবে। তবে এটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয়, বলয়গ্রাস। পৃথিবীর অনেক অঞ্চলে অগ্নিবলয়ের মতো দেখা যাবে এটাকে। অর্থাৎ সূর্যের কেন্দ্রীয় অংশকে ঢেকে ফেলবে চাঁদ।

চাঁদের চারপাশ থেকে আগুনের আংটি বলয়ের মতো সূর্য দৃশ্যমান হবে। তাই একে বলয়গ্রাস সূর্যগ্রহণ বলা হচ্ছে।

গ্রহণটি দক্ষিণ আমেরিকা, মধ্য আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চল থেকে দেখা।

তবে বাংলাদেশী মহাকাশপ্রেমীদের জন্য দুঃসংবাদ, বাংলাদেশ থেকে এটা দেখা যাবে না। বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে।

নাসাসহ আরও কিছু প্রতিষ্ঠান এটাকে অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ স্ট্রিমিং করবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ বলতে বোঝায় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। কিন্তু সেটা সূর্যকে সম্পূর্ণরূপে ঢাকতে পারবে না। চারপাশে লাল আলোর রিং বা বলয় দেখা যায়। এই ধরনের সূর্যগ্রহণ তখন দেখা যায়, যখন সূর্যের বহিঃসীমা অঞ্চল ছাড়া বাকি অংশ চাঁদের দ্বারা ঢেকে যায়। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের শুধু বহিঃসীমাকে দেখা যায়।

দেখে মনে হয়, ঠিক যেন একটা আংটি। একে আগুনের বলয়ও বলা হয়ে থাকে। এই ধরনের সূর্যগ্রহণ সব থেকে কম দেখা যায়। কারণ এই গ্রহণের জন্য পৃথিবী ও সূর্যের সঙ্গে চাঁদের দূরত্ব নির্দিষ্ট হওয়া প্রয়োজন।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন