বলা হয়, বয়স তো কেবল একটা সংখ্যা মাত্র। কিন্তু সবসময় তা যেন সহজে মেনে নিতে পারে না সকলে। ‘ধুরন্ধর’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই ফের একবার সেই বিতর্ক সামনে চলে এল। কারণ, ছবিতে অভিনেতা রণবীর সিং এর বিপরীতে দেখা যাবে নবাগতা অভিনেত্রী সারা অর্জুনকে; যার বয়স রণবীরের তুলনায় অর্ধেক!
‘ধুরন্ধর’-এর সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি দৃশ্যে রণবীর ও সারাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। যা দেখে নেটিজেনরা একদিকে যেমন তীব্র সমালোচনা করছেন, অন্যদিকে কেউ কেউ আশাবাদী, ভাবছেন এই রসায়নের পেছনে নিশ্চয়ই আছে কোনো চমক। অনেকের ধারণা, সারা হয়তো ছবির প্রধান নায়িকা নন।
মূলত, এই বয়সের ব্যবধান নিয়েই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘রণবীরের মতো একজন অভিজ্ঞ তারকার বিপরীতে এত কম বয়সী অভিনেত্রী কেন?’ কেউ কেউ আবার মজা করে মন্তব্য করেছেন, ‘দেখলে মনে হয় তারা কাকা-ভাইঝি।’
তবে এ বিষয়ে এখনও ছবির নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এদিকে, ২০০৫ সালে জন্ম নেওয়া সারা জনপ্রিয় অভিনেতা রাজ অর্জুনের কন্যা। মাত্র এক বছর বয়সেই একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। এরপর ২০১১ সালে তামিল ছবিতে আত্মপ্রকাশ করেন। তার অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘এক থি দয়া’, ‘সৈভম’ এবং ‘সান্ড কি আঁখ’।
সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ২০২২ সালে মণিরত্নমের বহুল আলোচিত ‘পন্নিয়ন সেলভন’ ছবিতে অভিনয় করেন তিনি। ঐশ্বরিয়া রাইয়ের চরিত্রের কৈশোরাবস্থায় সারাকে পর্দায় দেখা যায়।
