সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সংলগ্ন সোনাহাট সেতুর পাটাতন ভেঙে পড়েছে। এতে করে সেতুর ওপর দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

কি ঘটেছে
২৯ জুন রোববার সকাল ৯টার দিকে সেতুর ওপর দিয়ে একটি পাথরবোঝাই ট্রাক উঠলে সেতুর জীর্ণ-শীর্ণ স্টিলের পাটাতন হঠাৎ করেই ভেঙে পড়ে। এতে ট্রাকটি আটকে যায় এবং সেতুর দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বন্ধ স্থলবন্দর কার্যক্রম
সোনাহাট স্থলবন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রমও আংশিকভাবে স্থবির হয়ে পড়েছে। স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন।

জরুরি মেরামতের চেষ্টা
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে সেতুর পাটাতন মেরামতের কাজ চলছে। তবে পুরোপুরি সচল হতে আরো কিছু সময় লাগবে।

স্থানীয়দের ক্ষোভ
স্থানীয়রা অভিযোগ করেছেন, বারবার অভিযোগ করার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটির স্থায়ী মেরামতের উদ্যোগ নেয়নি। ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।

নতুন সেতুর আশ্বাস
সওজ জানিয়েছে, ইতোমধ্যে নতুন একটি সেতুর নির্মাণ প্রকল্প অনুমোদন হয়েছে। কিন্তু ডিজাইন পরিবর্তন এবং বাজেট জটিলতার কারণে কাজ শুরুতে বিলম্ব হচ্ছে।

বিকল্প রুট ব্যবহার নির্দেশনা
সড়ক বিভাগ ও প্রশাসন জানিয়েছে, মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভূরুঙ্গামারী থেকে রৌমারী বা নাগেশ্বরী হয়ে বিকল্প পথে যান চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন