রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

পড়বো ঢলে ঘুমে

Sharmin Sultana Rina

তুমি আকাশ হলে আমি হবো
একলা উড়াল পাখি
তোমার রামধনু রং বুকে
আমার স্বপ্ন আঁকাআঁকি
তোমার মেঘের ডানার ভাঁজে
আমার নির্ভাবনা বাস
যাকনা কেটে এমন করেই
সহস্রদিন মাস
রোদেলা দুপুরে তোমার
অগ্নি ঝরা চোখে
ঝলসে গেলে যা খুশি তা
বলুক পাড়ার লোকে
অন্ধকারের গোপন ভাষায়
কপাল ভরা চুমে
তোমার বুকে মাথা রেখে
পরবো ঢলে ঘুমে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন