সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে জনসাধারণের ঝুঁকিপূর্ণ ঘোরাফেরা

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

ঈদের দ্বিতীয় দিনে পাঁচ্চর বাজার সংলগ্ন রেললাইনে মানুষের ঝুঁকিপূর্ণ চলাচল দেখা গেছে। আনন্দ-উৎসবে মেতে ওঠা উৎসুক জনতা রেললাইনকে পরিণত করেছে হাঁটার পথ ও ছবি তোলার স্থানে। এতে করে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা—এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা।

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সরেজমিনে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ, এমনকি শিশুরাও রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, আড্ডা দিচ্ছেন। কোথাও কোথাও রেললাইনের পাশেই বসেছে অস্থায়ী খাবারের দোকান। অথচ এই লাইনটি ব্যবহার করে প্রতিদিনই চলাচল করে ট্রেন।

স্থানীয় বাসিন্দা ও রেলকর্মীরা জানান, ঈদের সময়টাতে পাঁচ্চর বাজার এলাকায় জনসমাগম বেড়ে যায়। রেললাইন সংলগ্ন হওয়ায় বাজারের একাংশ রীতিমতো রেললাইনের ওপর বিস্তৃত। কিন্তু নিরাপত্তার বিষয়টি কেউই গুরুত্ব দিচ্ছেন না।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন